নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মিল্টন মিয়া (২৫) একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিল্টন মিয়া রংপুর সিটি কর্পোরেশনের দামোদপুর মিয়া পাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।