নিজস্ব প্রতিবেদক►
অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে দৈনিক মাধুকরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ (বুধবার, ১৫ জানুয়ারি) প্রকাশের ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পা রাখে গাইবান্ধার অন্যতম এই শীর্ষ দৈনিক।
‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’ থাকার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল দৈনিক মাধুকর। ২০০৮ সালের ১৫ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা আজও অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের শনিমন্দির সড়কে অবস্থিত ‘দৈনিক মাধুকর’ কার্যালয়ে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধুকর পরিবারের সদস্যরা ছাড়াও এসকেএস প্রিন্টার্সের কর্মকর্তা-কর্মচারী ও জেলার পত্রিকা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, নির্বাহী সম্পাদক আবু সাঈদ সুমন, ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্তী, বিজ্ঞাপন ম্যানেজার এবিএম সাত্তার, ম্যানেজার ও সহকারী বার্তা সম্পাদক ভবতোষ রায় মনা, এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম ও এসকেএস প্রিন্টার্সের হিসাবরক্ষক শিমুল সরকার। এছাড়াও মাধুকর পরিবারের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে আমরা যেমন অতিক্রম করেছি বৈরি, কঠিন ও বন্ধুর সময়, তেমনি আমাদের সহমর্মী সকলের কাছ থেকে পেয়েছি অকুণ্ঠ সমর্থন ও উদার সহযোগিতা। আমরা আমাদের সহযাত্রী সকলের কাছে কৃতজ্ঞ। তাদের প্রেরণা না পেলে দৈনিক মাধুকর ১৮ বছরে পা রাখার অসীম উদ্দীপনা ও স্পর্ধা অর্জন করতে পারতো না।
বক্তারা আরও বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক মাধুকর ১৮ বছরে পা রেখেছে। এটি মাধুকরের জন্য একটি মাইলফলক। সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে দৈনিক মাধুকর শুধু জেলায় নয়; উত্তরাঞ্চলে একটি উল্লেখযোগ্য পত্রিকা হিসেবে তাঁর পদচারণা অব্যাহত রাখবে। ভবিষ্যতেও দেশ ও জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। সকলের সহযোগিতায় দৈনিক মাধুকর তার প্রকাশনা অব্যাহত রাখবে। শেষে সবার উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।