নিজস্ব প্রতিবেদক►
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে আহসানুল আরেফিন তিতুকে আহ্বায়ক এবং অজিত দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ (শনিবার, ১১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির বাকী সদস্যরা হলেন: আহসানুল হাবীব সাঈদ, আনোয়ার হোসেন বাবলু, গোলাম সাদেক লেবু, রফিকুল ইসলাম, আলাল মিয়া ও একরামুল হক।
এর আগে, আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় সারাদেশের প্রতিনিধিরা কৃষক ক্ষেতমজুরদের সংকট সমাধানে সংগঠনের করণীয় বিষয়ে মতামত দেন। এসময় বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হাজারো মানুষের আত্মদান ও রক্তের বিনিময়ে আবারও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে লক্ষ্যে দেশের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে। কিন্তু খাদ্য যোগান এবং কর্মশক্তি নিয়োগ বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি খাত সংস্কার বিষয়ে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দেশের কৃষক ও ক্ষেতমজুরদের জীবনমানের উন্নয়ন ছাড়া সত্যিকার বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়। ফলে অবিলম্বে অন্তর্র্বতী সরকারের কৃষি সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কৃষকের স্বার্থের পরিপূরক কৃষি খাত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা এ মুহুর্তে জরুরি।
শেষে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কৃষক ক্ষেতমজুরদের সংকট সমাধানের লক্ষ্যে কৃষি খাতে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রংপুরে ‘কৃষক কনভেনশন’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।