মাধুকর ডেস্ক►
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমেনা বেগম (৪৫), তার মেয়ে ইমি (২৬), ছোট্ট মেয়ে রিহা (৭), নাতি আয়াত (৭) তারা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। অন্যজন আব্দুলাহ (৭) নামের আরেক শিশুও নিহত হয়।
নিহত ৫ জনের মধ্যে ৪ জন একই পরিবারের বলে জানিয়েছে মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে মাদারীপুর যাচ্ছিলেন তারা। এসময় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহতদের হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহতদের মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে সাতজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।