Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

নিহতরা হলেন: গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু’র ছেলে লুকাস মুরমু (৩০) ও নিহত ওই নারীর তাৎখনিক নাম পরিচয় জানা যায়নি, তবে নিহত নারীর বয়স ৪০ বছর হবে জানায় হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, আজ (রবিবার, ২২ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ বাগদাফার্ম (ইক্ষু খামার) এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লুকাস মুরমুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে একইদিন ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাতনামা একটি ট্রাক চাপায় এক নারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ওই নারীর তাৎখনিক নাম পরিচয় জানা যায়নি, তবে নিহত নারীর বয়ষ ৪০ বছর হবে জানায় হাইওয়ে পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপরের সময় দুর্ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় লুকাস মুরমু’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুর্ঘটনায় ওই নারীর মাথাসহ দেহ থেতলে যাওয়ায় পরিচায় সনাক্ত করা যায়নি। লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad