নিজস্ব প্রতিবেদক►
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার, ২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের খানকা শরীফ মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিনামূল্যে প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, অনেক মানুষই তাদের রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।