Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১১-২০২৪, সময়ঃ রাত ০৭:১২
  • ৪৬ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে করতে আসলেন বর

সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে করতে আসলেন বর

সাদুল্লাপুর প্রতিনিধি►

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে নিয়ে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় বিয়ে করতে আসলেন বর বাবুল রায়হান। 

আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কনের বাড়ির পাশে নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই হেলিকপ্টারটি অবতরন করে। 

এ সময় বর ও হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য ওই এলাকার শিশু-কিশোর ও নানা বয়সের হাজারো নারী-পুরুষ উৎসুক জনতা ভীড় করেন। 

বর রায়হান বাবুল (২৫) মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের পাঞ্জাব আলী মোল্লার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন। কনে নাঈমা সুলতানা ঐশী (২০) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের এনামুল হোসেন হারুনের মেয়ে। ঢাকায় লেখাপড়া করেন। 

নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর জানান, ঢাকায় লেখাপড়ার কারণে এই বর-কণের দেখা হয়। পরে পারিবারিকভাবে বর রায়হান বাবুল ও নাঈমা সুলতানা ঐশীর এই বিয়ে ঠিক হয় এবং দিনক্ষন নির্ধারন করা হয়। তিনি আরও জানান, হেলিকপ্টারটি অবতরন করার পরে কনের বাবা ও তার আত্নীয়স্বজন বর ও বরযাত্রীকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন। 

নলডাঙ্গা ইউনিয়ন বিবাহ রেজিষ্টার সাজ্জাদ হোসেন জানান, মাত্র ১৬ লক্ষ টাকা দেন মোহরানা নির্ধারণ করে এই বিবাহ সম্পাদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad