সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমস উদ্দিন বাবুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা বিএনপির কার্যালয়ে আগুন ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বামনডাঙ্গা রেল স্টেশনের একটি চায়ের দোকান হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সমস উদ্দিন বাবু উপজেলার মনমথ গ্রামের ওসমান মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন হতে আওয়ামী লীগের বামনডাঙ্গা ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘৃণা ও ক্ষোভ নিয়ে ২৭ আগস্ট দলের সকল পদ হতে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি।
গাইবান্ধার ডিবির ওসি বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় আগুন ও ভাংচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা সদর থানায় ২৬ আগষ্ট মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।