Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৮-২০২৪, সময়ঃ সকাল ১০:২৫
  • ৫০ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বিএনপির বিজয় মিছিল

গাইবান্ধায় বিএনপির বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক►

শেখ হাসিনা সরকারের পতনে গাইবান্ধায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব কর্মসূচিতে দলটির নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিল বের করা হয়। এতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনার জালিম সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নেতাকর্মীদের শান্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, ইলিয়াস হোসেন, ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম লিপন, ইউনুস আলী খান দুখু ও তারেকুজ্জামান তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad