সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্য়ালয় জন্মবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান সরকার, আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী, পৌর আলীগ সভাপতি আহসানুল হক চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা,যুবনেতা শহিদুল ইসলাম রানা, রুহুল আমিন হিরু, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুন্ম আহবায়ক, রতন মিয়া, জুয়েল ইসলাম জিকো, সমন মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংসগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন, এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যলয়ে এসে কেক কাটে জন্মবার্ষিকী পালন করা হয়।