নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কচুয়া ইউনিয়নে বিনামূল্যে তিন হাজার নারী-পুরুষ পাচ্ছে চিকিৎসাসেবা।
আজ রবিবার (৯ অক্টোবর) সকালে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাঠ গ্রামে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমানের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন হয়। সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত এই চিকিৎসাসেবার কার্যক্রম চলে। বিনামূল্যে চিকিৎসাসেবায় মেডিসিন ও ব্যথা, গাইনী ও প্রসূতী, মা ও শিশু, নাক-কান-গলা, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আয়োজক কমিটির সমন্বয়ক আজিজুর রহমান বলেন, অনেক গরীব পরিবার চিকিৎসাসেবা নিতে পারে না। তাই তাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবার জন্য প্রতি বছর এ ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগিদের সাথে কথা বলে জানা যায়, তারা গ্রামে আগে কখনো ফ্রি ওষুধ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়নি। এই প্রথম আজিজুর রহমানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুব খুশি।