মহিমাগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, ডা. রেজাউল করিম ও ডা. জামিল আহম্মেদ প্রমূখ। পরে স্থানীয় বাজার ও প্রধান সড়কে একটি র্যালি বের করা হয়।