• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:১০

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় ৩ মরদেহ উদ্ধার, ১০-১৫ জন নিখোঁজ

বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় ৩ মরদেহ উদ্ধার, ১০-১৫ জন নিখোঁজ

মাধুকর ডেস্ক ►

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১০-১৫ জন নিখোঁজ রয়েছে।

রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটির সাথে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কা লেগে বাসটি ডুবে যায়। এসময় ওই বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।

নৌ পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল থেকে জানান, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেছে। এসময় যাত্রীদের মধ্যে অর্ধেক সংখ্যক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ থেকে ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে নৌ পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গায় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এই ঘটনায় নৌ পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়