লালমনিরহাট সংবাদদাতা ►
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা ফকির পাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া আব্দুর সামাদ ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমান ছেলে সাদিক হোসেন (২৩)। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।