মাধুকর ডেস্ক ►
ফিফা ফুটবল বিশ্বকাপের বাকি আর এক সপ্তাহ। সবাই এখন মুখিয়ে আছেন এ ক্রীড়াযজ্ঞের জন্য। সফল এক আয়োজন উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকেই চমকে দিতে প্রস্তুত কাতারও।
২০ নভেম্বর পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত’ ফিফা ফুটবল বিশ্বকাপের। এই প্রথম এমন মহাযজ্ঞ আয়োজন কাতারে। নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের থাকা-খাওয়াসহ বিশ্বের নানা প্রান্তের অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশটি।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো,” আমরা সব সময় বলেছি কাতার সেরা বিশ্বকাপ আয়োজন করবে। কাতার প্রস্তুত, মঞ্চ প্রস্তুত, সবাই মিলে আমরা সর্বকালের সেরা ফুটবল বিশ্বকাপের সাক্ষী হতে যাচ্ছি।”
প্রস্তুত কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসালি স্টেডিয়াম। ২০১৭-তে, শুরু হয়ে এর নির্মাণকাজ চলে ৫ বছর। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামেই নির্ধারিত হবে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের বিজয়ী।
কাতারের সাংস্কৃতিক প্রতীকের আদলে সাজানো হয়েছে আহমেদ বিন আলি স্টেডিয়াম। দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামে ফুটে উঠেছে মরুভূমির সৌন্দর্য, স্থানীয় উদ্ভিদ ও প্রাণীজগত, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই। ফিফা ২০২২ বিশ্বকাপে এখানে খেলবে ৯টি দেশ।
২০১০ সালে ফুটবল-বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজক হিসেবে নাম আসে কাতারের।