সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৮ আক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ (সোমবার, ২৮ অক্টোবর) বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মো. একরামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী সরকার প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।