ডিজিটাল উদ্ভাবনী মেলায় নীলফামারীতেসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ►
নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ শেষ হয়েছে বুধবার। এতে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে (খ বিভাগ) প্রথম স্থান অর্জন করেছে সৈয়দপুর উপজেলার সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন দফতরের ৪০ টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী ওই শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর (সার্কেল) সারোআর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।