Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৯-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৮

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

মাধুকর ডেস্ক►

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) পবিত্র আখেরি চাহার শোম্বা। মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস। আখেরি চাহার শোম্বা ফারসি শব্দমালা, এর অর্থ শেষ চতুর্থ বুধবার।

প্রতিবছর হিজরি সালের সফর মাসের শেষ বুধবার অনেক মুসলিম দিবসটি উদযাপন করেন। এই দিনে মহানবী (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন। তাই শুকরিয়া দিবস হিসেবে তা পালিত হয়। তবে ইসলামী শরিয়তে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই।

জানা গেছে, ২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইমামতি পর্যন্ত করতে পারেননি। ২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন।

দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন তিনি। তাঁর সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে অনেক দান-খয়রাত করেন। তবে পরদিন তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad