নিজস্ব প্রতিবেদক ►
যৌতুকের জন্য স্ত্রী রিক্তা বেগমকে নির্যাতনকারী নারী শিশু মামলার প্রধান আসামী বাবলু মিয়াসহ সকল আসামীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ দুপুরে শহরের ডিবি রোডস্থ গানার্স মার্কেট সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সদস্য রিকতু প্রসাদ, নাবিল আহমেদ চান মিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা অবিলম্বে দায়ী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।