Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:১১

নাটোরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি ►

নাটোরের গুরুদাসপুর ও  নাটোর সদর উপজেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় ২ হাজার ৮০ লিটার চোলাইমদ ও ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার রাত ৯ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চন্দ্রপুর তুলাধানা দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরি,সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে সাতজনকে আটক করেছে র‍্যাব।

এসময় ২ হাজার ৮০ লিটার চোলাইমদ ও নয়শত গ্রাম গাজা জব্দ করে। আটককৃতরা হলো গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধানা এলাকার কমল চন্দ্র পাহাড়ী, মিলন পাহাড়ী,নিপেন পাহাড়ী, স্বপন পাহাড়ী দুখু।অপরদিকে নাটোর সদর উপজেলার আলমগীর হোসন,  আল-আমিন,রাশিদুল ইসলাম। নাটোর জেলার গুরুদাসপুর এবং নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad