Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৫৯ বার দেখা হয়েছে

গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির সদস্যরা। 

এ সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জলবায়ু কর্মী মহিউল মিয়া, জেলা শাখার সদস্য ফুহাদ মন্ডল, সিয়াম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলায় সরকারি তালিকাভুক্ত ১২৬টি ইটভাটা রয়েছে; যার মধ্যে ১৬টি ভাটার নিবন্ধন থাকলেও বাকি ১১০ টির কোনো নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র নেই।

এতে আরও উল্লেখ করা হয়, ভাটাগুলোতে কাঠ-কয়লা ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। পোড়ানোর পর অবশিষ্ট কাঠ-কয়লা কৃষি জমি ও জলাশয়ে ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানি দূষিত হচ্ছে; যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে, যা আমাদের মানুষ ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad