Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

পিআইডি, রংপুর►

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। 

বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আবেদ হোসেন। রংপুর জেলাপ্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, গ্রন্থাগার হলো একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। একটি জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও লালনকারী হিসাবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের সুদূরপ্রসারী অবদান রয়েছে। এজন্য  গ্রন্থাগারকে বলা হয় ‘জনগণের বিশ্ববিদ্যালয়’। 

আমরা যদি একটি সমৃদ্ধ সমাজ গড়তে চাই, তবে অবশ্যই গ্রন্থাগারের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলতে হবে। রংপুরের গ্রন্থাগার প্রসঙ্গে তিনি বলেন, এই বিভাগের গণগ্রন্থাগারটি আগের চেয়ে এখন অনেক সমৃদ্ধ। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ডিজিটাল গ্রন্থাগার জ্ঞানের জগৎকে আরও প্রসারিত করেছে। এই গণগ্রন্থাগারকে ই-বুক ওপেন এবং ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সিলেবাসের বাইরেও জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে আনন্দের সহিত বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের বইপাঠ, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad