Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০৩

নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি  ►

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ দিবসটি উপলে নানা কর্মসূচি গ্রহণ করে। 
এদিন কর্মসূচির প্রথমেই সোমবার সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পচিালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহীম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মাদ, রানীর প্রধান নির্বাহী অফিসার ফজলুল হক খানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, শুধু দিবস উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেকে একজন সমাজকর্মী হিসেবে গড়ে তুলে সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে। তবেই আমরা একদিন বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad