গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামার এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ভোরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভবত রাতে অথবা ভোরে কোন এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে লোক মারা যেতে পরে। তার বয়স আনুমানিক ৭০ বছর। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে একটি ইউপি মামলা দায়ের করা হয়েছে।