Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:২৮

গাইবান্ধায় গণপ্রকৌশল দিবস পালন

গাইবান্ধায় গণপ্রকৌশল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক ►

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি’র) ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে  মঙ্গলবার গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিএইড রোডের সৈয়দ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী চন্দ্র শেখর দাসের সভাপতিত্বে র‌্যালি পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জানে আলম সোহেল, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের জেলা আহবায়ক মো. সোহরাওয়ার্দি মন্ডল, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক জেলা কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, প্রভাষক শেখ সোহেল রানা, গাইবান্ধা সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আফজালুল হক, এটিএম মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা ইন্সট্রাক্টরের টিএসসি মো. মাহমুদুল হক কাজল। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad