নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে বুধবার সন্ধায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক করতোয়া প্রতিনিধি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীরকে বিশিষ্ঠ নাট্যকার ও নাট্যনির্দেশক হিসেবে তুলসীলাহিড়ী পদক-২০২৩ প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে নাট্যকার শাহ আলম বাবলু,নাট্যকার ও নির্দেশক মোঃ আমিন, গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান নাট্যকার কৃপাসিন্ধু রায়,ও নাট্যকর্মী মানিক বাহারকেও তুলশীলাহিড়ী পদক ২০২৩ প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে পদকপ্রদান অনুষ্ঠানে গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলাপরিষদ পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মতলুবর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।