Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৮-২০২৪, সময়ঃ সকাল ১০:১৯

খুললো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদার

খুললো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদার

শিক্ষা ডেস্ক►

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ-সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা সব শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে এক মাস পর খুলে দেয়া হয়েছে।

আজ (রবিবার, ১৮ আগস্ট) সকাল থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ ও প্রাণহানি ঘটনা ঘটলে গেলো ১৬ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ পলিটেকনিক ইনস্টিটিউট। একই দিন বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

৫ আগস্ট সরকার পতনের পর দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

জননিরাপত্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিবকে বদলিজননিরাপত্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিবকে বদলি

আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad