Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৬

‘দুর্বল’ সিশেলসের কাছেও হারল বাংলাদেশ

‘দুর্বল’ সিশেলসের কাছেও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ►

দুই সপ্তাহ আগে অনুশীলন ম্যাচে মালাউই-এর বিপক্ষে ১-১ গোলের সমতার ম্যাচে মনকাড়া ফুটবল খেলেছিল বাংলাদেশ। সিলেটে সিশেলস-এর বিপক্ষে ১-০ গোলে প্রথম ম্যাচে জিতলেও হৃদয়স্পর্শী ফুটবল খেলনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবলের আশা দিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

কিন্তু মঙ্গলবার সিশেলসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পেনাল্টি থেকে সিশেলস জয়সূচক গোলটি করে। পরে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। পরিষ্কার সুযোগও তৈরি করতে পারনি।

টানা দুই জয়ের লক্ষ্যে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা শুরুর একাদশে দুই পরিবর্তন আনেন। নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি স্ট্রাইকার এলিটা কিংসলি প্রথমবার শুরুতে মাঠে নামলেও জামাল ভূঁইয়া ছিলেন বেঞ্চে। প্রথমার্ধে গোল শূন্য সমতার পরে মাঠে নামেন তিনি।

এরপর ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৯২) চেয়ে পিছিয়ে থাকা সিশেলসের (১৯৯) বিপক্ষে ভুল করে পেনাল্টি দিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সাদউদ্দিন বক্সের ঠিক মুখে বল বিপদমুক্ত করতে গিয়ে সিশেলস ফুটবলারের মাথায় পা তুলে ফাউল করেন। পেনাল্টির বাশি বাজাতে ভুল করেননি রেফারি। সিশেলসও গোল করতে ভুল করেনি।

সর্বশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আবারও টানা জয়ের আশা দেখালেও বাজে খেলা ও ফিনিশংয়ের খেসারত দিয়েছে লাল-সবুজের দল। ম্যাচ শেষ হতেই রেখেছে আরও বাজে দৃষ্টান্ত। সফরকারী দলের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad