Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৬ ঘন্টা আগে
  • ৩৪ বার দেখা হয়েছে

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত হয়েছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ছাত্রনেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী আয়োজিত বাণিজ্য মেলার শেষ দিন ছিল সোমবার (২৪ ফেব্রুয়ারি)। রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে এক নারীকে আটক করে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বিবাদে জড়ান তারা।

খবর পেয়ে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের অন্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এতে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও যুগ্ম সম্পাদক  শিপন মিয়া আহত হন।

আহতদের মধ্যে শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ৫২টি সেলাই করা হয়েছে।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আল মাহমুদুল হাসানের নেতৃত্বে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান জানান, আহতদের সঙ্গে কথা বলে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টা থেকে গাইবান্ধা সদর কার্যালয় ঘেরাও করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা–কর্মী। পুলিশের আশ্বাস পেয়ে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে মো. আসাদুজ্জামান বাদী হয়ে রাতেই গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৯–১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরে মিছিল করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।

আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘রাতেই তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad