ক্রীড়া ডেস্ক►
পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।”
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্টেডিয়াম দীর্ঘদিন পরিচিত ছিল ঢাকা স্টেডিয়াম নামে। বাংলাদেশের প্রথম টেস্ট খেলা হয়েছিল এই স্টেডিয়ামেই। ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নামও বিগত সরকার প্রধানের পরিবারের নামে ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে।