ক্রীড়া ডেস্ক►
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২২৮ রান তোলে টাইগাররা। জবাব দিতে নেমে ২১ বল হাতে রেখে ২২৯ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন শুভমান গিল।
ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছেনা বেশ অনেকদিন। দুবাইতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয় শান্তরা। এরপর টাইগাররা আবারো ৫০ ওভারের ক্রিকেটে ফেরে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
তবে একই দৃশ্যপটের পুনরাবৃত্তি দেখলো ক্রিকেট ভক্তরা। টস জিতে ব্যাট করেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ৩৫ রানেই ৪ ব্যাটার প্যাভিলিয়নে। সৌম্য আর শান্ত দুজনেই করেন শূন্য রান।
মেহেদি মিরাজ ৫ রান করে আউট হলে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফেরেন হতাশ করে। এরপর জাকের আলীকে নিয়ে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। গড়েন ১৫৪ রানের জুটি। হৃদয় দেখা পান ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। জাকেরের ব্যাট থেকে আসে ৬৪ রান। শেষদিকে রিশাদ দ্রুত ১৮ রান করলে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দেয় টাইগাররা।
ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৯৬ রান আসে ম্যান ইন ব্লুদের। রোহিত ৪১ রানে ফিরলেও বাংলাদেশ বোলারদের একাই শাসন করেন শুভমান গিল।
ভিরাট কোহলি ২২, শ্রেয়াস আয়ার ১৫ রান করে আউট হলে গিল খেলেন ১২৯ বলে ১০১ রানের ম্যাচ উইনিং ইনিংস। এতে ২১ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জয় পায় ভারত।