• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩০
  • ৫৮ বার দেখা হয়েছে

৮০ গার্লফ্রেন্ড ইস্যুতে যা বললেন নাসির

৮০ গার্লফ্রেন্ড ইস্যুতে যা বললেন নাসির

স্পোর্টস ডেস্ক ►

বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন ছিলেন নাসির হোসেন। টাইগার ডেরায় অভিষেকের পর নিজের পারফরম্যান্সের সুবাদে 'মিস্টার ফিনিশার' উপাধি পেয়েছিলেন তিনি। কিন্তু পড়তি ফর্ম ও মাঠের বাইরের নানান কর্মকা-ের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০১৮ সালে খেলেন নাসির। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক নাসির হোসেন। ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। এমন নজরকাড়া পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে ব্যর্থ হয়েছেন। বিপিএলের পর কয়কটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি। সামনে বিশ্বকাপেও তার দলে ডাক পাওয়ার সম্ভাবনাও নেই।

প্রায় সাত বছর আগে গুঞ্জন উঠেছিল, নাসিরের ৮০ গার্লফ্রেন্ড রয়েছে, এমনকি ৮০টা সিমও নাকি ব্যবহার করেন এই ক্রিকেটার। এবার সেই ইস্যুতে মুখ খুললেন তিনি। সম্প্রতি দেশের এক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে নাসির এই প্রসঙ্গে উল্টো প্রশ্ন ছুড়লেন, 'আমি কি রোবট?'

নাসির বলেন, 'আমার দুটি ফোন, আর দুটি সিম। ৮০ জন গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে, সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যতœ নিতে শিখেছি'

এই ক্রিকেটার আরও যোগ করেন, কিছু কিছু ইউটিউবার রয়েছে, যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সঙ্গে আমার ছবি যোগ করে দিয়েছে। অন্যরা আমাকে কি মনে করলো, তাতে আমার কিছু যায়-আসে না। আমরা ভালো আছি, এটাই আমাদের কাছে বড় কথা।

নাসির আরও বলেন, আমাদের এখন একটা সন্তান আছে। তাকে নিয়ে এখন আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষ তো অনেক বেকার। তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে। হয়তো এখন অন্য কোনো ইস্যু পেয়েছে সেটার ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা ট্রল করে, সমালোচনা করে তারা শুধু কিছু সংখ্যক মানুষ।

এদিকে জাতীয় দলে প্রাপ্য মূল্যায়ন না পেয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। গণমাধ্যমকে দেয়া এক সাাৎকারে নাসির হোসেন বলেন, 'দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূলায়ন করা হচ্ছে না। তাই আমি যুক্তরাষ্ট্রে চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। সেখানে খেলতে যাচ্ছি আমি।'

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়