Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-২-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৫

৫ রানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

৫ রানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

খেলা ডেস্ক►

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে হেরে বিদায় নিলো বাংলাদেশ।

সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে ছিলো কঠিন সমিকরণ। সেই কঠিন কাজটি করতে গিয়ে খুব কাছে গিয়ে লুটিয়ে পড়ল জুনিয়র টাইগাররা। পাকিস্তানের করা ১৫৫ রানের জবাবে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে করতে পারে ১৫০ রান। 

পাকিস্তানের বিপক্ষে ৩৮.১ ওভারে জিততে হতো। সে কাজটি করতে গিয়ে যুবাদের রানের গতি ঠিকই ছিলো। তবে উইকেট ধরে বাখা যায়নি।

পাকিস্তানের করা ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ঝড়ো শুরু করেছিলো বাংলাদেশ। তবে দুই উকেট পড়ে যাওয়ায় বাংলাদেশ কিছুটা রানের লাগাম টেনে ধরে। রানের গতির এরপর কিছুটা থমকে আসে। 

৮৩ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন শিহাব হেমস ও অধিনায়ক রাব্বি। তবে ২৬ রান করে শিহাব বিদায় নেন ১২৩ রানে, তাতে আবারো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। 

শেষ দিকে রোহানাত দৌলার ব্যাটে জয়ের আশা দেখে বাংলাশ। কিন্তু অপর পাশ দিয়ে উইকেটের ধারাবাহিক পতনে তা করা সম্ভব হয়নি।  ২৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। 

পাকিস্তানের হয়ে উবাইদ শাহ সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া আলী রিয়াজ ৩টি এবং মোহাম্মাদ জিসান একটি উইকেট লাভ করেন। 

এর আগে ব্যাটে নেমে পাকিস্তান শুরুটা হয় নড়বড়ে। ৮৯ রান জড়ো করতেই হারিয়ে ফেলে ৬টি উইকেট।

নতুন উইকেটের সুবিধা কাজে টাইগাররা প্রথম পাওয়ারপ্লেতেই ফেরায় শামিল হোসেনকে। ৩১ বলে ১৯ রান করে দলীয় ৩৭ রানে তিনি বিদায় নিলে খেই হারায় পাকিস্তান। দলীয় রান পঞ্চাশ পেরোতেই আজান আওয়াইস ও ৬৬ রানে অধিনায়ক সাদ বাইগ বিদায় নেন। শাহবাইজ খানকে শেখ পারভেজ জীবন আউট করলে আবারো আরেক উইকেট তুলে নেন বর্ষণ। তার পরের উইকেট তুলে নেন জীবন

শেষপর্যন্ত ৪০.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। বাংলাদেশের পক্ষে রোহানাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবন দুজনই শিকার করেন চারটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad