Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৫-২০২৪, সময়ঃ সকাল ১০:৩২

হোয়াইটওয়াশের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

আগের ম্যাচে ব্যাটিংটা প্রত্যাশিত হয়নি। ১০১ রানের উদ্বোধনী জুটির পর হুড়মুড়িয়ে বাকি উইকেটগুলো হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই দলটির সামনে আজ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ। 

এ মিশনে তিন পরিবর্তন করা বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে।

বাংলাদেশ দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন ও শেখ মেহেদী। দল থেকে বাদ পড়েছেন তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

পাঁচ ম্যাচের এ সিরিজে বাংলাদেশ এগিয়ে ৪-০ ব্যবধানে। অর্থাৎ আজ পঞ্চম ও শেষ ম্যাচে জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোডেশীয়দের এর আগে মাত্র একবার হোয়াইটওয়াশ করতে পেরেছে লাল সবুজের প্রতিনিধি দল। ২০১৯-২০ মৌসুমের ওই সিরিজটি ছিল ২ ম্যাচের।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

ব্রায়ান বেনেত, মারুমানি, সিকান্দার রাজা, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদানদে, শন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জংউই. ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেজিং মুজারাবানি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad