• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৪
  • ২৮ বার দেখা হয়েছে

স্বাভাবিক জীবনে যেতে থানায় মুচলেকা দিলেন মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান

স্বাভাবিক জীবনে যেতে থানায় মুচলেকা দিলেন মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান

ঘোড়াঘাট প্রতিনিধি ►

স্বাভাবিক জীবনে ফিরে যেতে পুলিশের কাছে  মুচলেকা দিলেন  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদক ব্যবসায়ী ব্যবসায়ী জিয়াউর রহমান। জিয়াউর রহমাস (৪০) ইয়াবার ব্যবসা করতেন। পাশাপাশি মাদক সেবকও তিনি। মাদক বিক্রির অপরাধে তার নামে রয়েছে একটি মাদকের মামলা, খেটেছেন জেল। তবে এবার সে নিজের ভুলগুলো শুধরে নিয়ে ফিরতে চান স্বাভাবিক জীবনে। ১৬ মে মঙ্গলবার রাতে জিয়াউর নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে নিজেই হাজির হয় ঘোড়াঘাট থানায়। 

পুলিশকে জানান, জিয়াউর রহমান স্বাভাবিক জীবনে ফিরতে চান। জিয়াউর রহমান (৪০) উপজেলার ২নং পালশা ইউনিয়নের পাইকপাড়া-মাঝিয়ান গ্রামের জিন্নাত আলীর ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তর কাছে লিখিত মুচলেকা দেন জিয়াউর। মুচলেকায় তিনি লিখেন, ‘আমি আর কোন দিন মাদকের ব্যবসা করবো না এবং মাদক সেবন করবো না। আগামী দিনে আমার এলাকা থেকে সব ধরণের মাদক ব্যবসা বন্ধে আমি পুলিশকে সব ধরণের সহযোগীতা করবো।’

মাদক ব্যবসায়ী জিয়াউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘আগে আমি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতাম। পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে মামলা দেয়। সেই মামলায় ১৪ দিন জেল খেটেছি। মামলাটি চলমান আছে। আমি দেখলাম এ সব করে সব দিন থেকেই আমার ক্ষতি। তাই নিজে নিজে সিদ্ধান্ত নিলাম মাদক ব্যবসা এবং মাদক সেবন একেবারে বাদ দিয়ে দিব। 

তাই মঙ্গলবার রাতে আত্মসমর্পণ করতে থানায় গিয়েছিলাম। আমি একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পুলিশকে ধন্যবাদ তারা আমাকে স্বাগতম জানিয়েছে।

’ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘জিয়াউর তার ভুল বুঝতে পেরেছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি। অন্য মাদক ব্যবসায়ীদের জন্য অনুকরণ হতে পারে সে। কেও যদি অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদেরকে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগীতা করা হবে।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়