• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ দুপুর ১২:২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন স্পন্দন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি রাগীব হাসান চৌধুরী আবুলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজওয়ান হোসেন। কবি সরোজ দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আব্দুর রউফ মিয়া, কবি পিটু রশিদ, স্পন্দনের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সরকার প্রমূখ। পরে উত্তম সরকারের গ্রন্থনা ও নির্দেশনায় একুশের গান আবৃত্তি নৃত্য পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করে রাহাত কবির, 

এস কে মামুন, গীতাঞ্জলি সরকার, প্রসিদ্ধ সরকার পিউ, রাতুল রাজ, সুহা, রিঠি, রিথী, তানজি, ময়না রানী রায়, অনামিকা, দিতি, পলি সৌমিক, প্রত্যাশা, দিয়া বর্ষা, মেধা রানী রায়, কথা, অঙ্কিতা, অদিতি, অদ্রিতা, দেবলীনা প্রমুখ। 

আবৃত্তিতে অংশ নেয় দিয়া বর্ষা, প্রসিদ্ধ, কথা, বিপণ, দেবলীনা, মেধা রানী রায় ও প্রত্যাশা। নৃত্য পরিবেশন করেন কথা, দিয়া ও অঙ্কিতা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করে অন্বেষা সরকার।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়