সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রনেতা ড.এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে টুর্নামেন্টের ফইনাল খেলা কুপতলা একাদশ বনাম পলাশবাড়ি কোচিং একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পলাশবাড়ি কোচিং একাডেমি চ্যাম্পিয়ান হয়।
পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা চলন্তিকা ক্রীড়া সংর্ঘের সভাপতি আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কবির মুকুল, পৌর কাউন্সিলর জামিউল ইসলাম ।
উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক মিজানুর রহমান, কাওছার আযম হান্নু, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহীন, বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পাটির সভাপতি, সরওসার হোসেন বাবু, যুবসংহতীর সভাপতি সাইদুর রহমান, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি প্রমুখ। শেষে টুর্নামেন্টে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।