• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-২-২০২৩, সময়ঃ দুপুর ০১:৪১
  • ১৭৪ বার দেখা হয়েছে

সাদুল্যাপুরের মাদারগঞ্জে মহা মহোৎসব ও বিরাট ধর্মসভা অনুষ্ঠিত

সাদুল্যাপুরের মাদারগঞ্জে মহা মহোৎসব ও বিরাট ধর্মসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর  অনুকূল চন্দ্রের ১৩৫ আবির্ভাব দিবসে গাইবান্ধার সাদুল্যাপুরের মাদারগঞ্জে " মহা মহোৎসব ও বিরাট ধর্মসভা" অনুষ্ঠিত হয়েছে।

মাদারগঞ্জ সৎসঙ্গীবৃন্দদের আয়োজনে ১৭ ই ফেব্রুয়ারী গাইবান্ধার সাদুল্যাপুর এর মাদারগঞ্জে  "সৎসঙ্গ শ্রী মন্দির" উৎসব অঙ্গনে সারাদিনব্যাপী  ধর্মসভায় বিশেষ প্রার্থনা ও সদগ্রন্থাদি পাঠ, দুপুর ১২ টায় চলমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় শ্রীশ্রী ঠাকুরের দিব্য মায়েদের ভূমিকা  শীর্ষক মাতৃসম্মেলন হয়। মাতৃসম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন দীপা সাহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার  মীরা রানী দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -মাতৃসম্মেলন সভাপতি গাইবান্ধার  সবিতা রানী দে, ছাড়াও  কল্পনা রানী সরকার, আকাশী রানী সাহা,তৃপ্তি রানী দাস,  চপলা রানী মন্ডল, শিপ্রা রানী দাস, মুনমুন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইবান্ধা আমার বাংলা বিদ্যাপীঠ এর এর সহকারী শিক্ষিকা কামনা রানী বর্মন।

দুপুরে আনন্দ বাজারে মহাপ্রসাদ গ্রহন শেষে " যুগ সমস্যা সমাধানে শ্রীশ্রী ঠাকুরের ভাবাদর্শ ও অমিয় বাণী পাঠ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন - দিনাজপুর থেকে আগত সহপ্রতি ঋত্বিক নরেন্দ্র নাথ শীল। প্রধান আলোচক-সহপ্রতি ঋত্বিক  নরেন চন্দ্র বর্মন।

বিশেষ অতিথি বগুড়া  সহপ্রতি ঋত্বিক পরিমল চন্দ্র রায়, রংপুর সহপ্রতি ঋত্বিক অক্ষয় চন্দ্র বর্মন, গাইবান্ধা সহপ্রতি ঋত্বিক ধীমান চন্দ্র দাস, দিনাজপুর এস,পি আর ক্ষিতিশ চন্দ্র শীল। বিশেষ আলোচক দিনাজপুর অধূর্য্য টংকো রায়, অরুন কুমার বর্মন, সুমন কল্যান সাহা। প্রবীন আলোচক- রংপুর মমিনপুর ধ্রুর্য্য রায় দুর্জয়। স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ঋত্বিক তিতাস কুমার সাহা। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মন্দিরের সভাপতি ঋত্বিক জয়হরি বর্মন।

সন্ধ্যায় সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, ধর্মালোচনা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন মুনমুন সাহা, পলাশ চন্দ্র মোদক, প্রজ্ঞা মন্ডল সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়