• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৪, সময়ঃ সকাল ১০:৫৪
  • ৪১ বার দেখা হয়েছে

সন্ধ্যায় বিপিএলে সাকিব-তামিমের দলের লড়াই

সন্ধ্যায় বিপিএলে সাকিব-তামিমের দলের লড়াই

খেলা ডেস্ক►

আরও একবার সাকিব তামিম-দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বিপিএলের বিগ ম্যাচে মুখোমুখি দুই বিগ বাজেটের দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। 

বরিশালের কাছে এ ম্যাচটি সুপার ফোরের পথে এগিয়ে যাওয়ার। অন্যদিকে রংপুরের কাছে গ্রুপপর্বে হারের প্রতিশোধ নেয়ার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।

কাগজে কলমে স্রেফ একটা ম্যাচ, তারপরও থাকে কত কথা! যে ম্যাচ কখনও দল ছাঁপিয়ে হয়ে ওঠে ব্যক্তিকেন্দ্রীক। যোগায় তর্কের খোরাক, করে আলাদা গুরুত্ব বহন। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল ছাঁপিয়ে সাকিব-তামিম লড়াই যেন বিপিএলের টক অব দ্যা টাউন।

আহত বাঘ কতটা ভয়ংকর, বিপিএলের মাঝপথে এসে তা হাড়ে হাড়ে প্রমাণ করেছেন সাকিব আল হাসান। বোলিংটা ঠিকঠাকই ছিল, ব্যাটিংয়েই যত সমস্যা। সেই সমস্যারও মিলিছে পরিত্রাণ। ৩৪, ২৭, ৬৯, ৬২। সবশেষ চার ম্যাচে সাকিবের রান। বিদেশি রেজা হেনরিকস, ব্রেন্ডন কিং, ডোয়াইন প্রিটোরিয়াসরা যতটা স্বস্তির, তার চাইতেও সবশেষ ম্যাচে রাইডার্স শিবিরে স্বস্তি দিয়েছে শেখ মেহেদী-শামীম পাটোয়ারীর ব্যাটিং।

চলতি বিপিএলে তামিমের পারফরম্যান্স গড়পড়তা। তবে ক্যারিবীয় কাইল মায়ার্স আগের ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন কেন তার জন্য এতটা প্রতীক্ষা ফরচুন ম্যানেজমেন্টের। সৌম্যের ব্যাটিং অর্ডার নিয়েও কথা হচ্ছে অনেক। তবুও এ ম্যাচে চারেই ব্যাটিং করতে দেখা যেতে পারে তাকে।

চলতি টুর্নামেন্টে মুশফিকের ব্যাট দারুণ ধারাবাহিক। বিগ ম্যাচে বিগ স্কোর, তার দিকেই তাকিয়ে থাকবে বরিশাল। ফিনিশিংয়ে তো মিরাজ আছেনই। তবে এ ম্যাচেও বরিশালের তুরুপের তাস হতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিরপুরে দুদলের প্রথম সাক্ষাতে রংপুরকে পাঁচ উইকেট হারিয়েছিল বরিশাল।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়