• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫০
  • ৩৮ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ক্রিকেট খেলায় বাংলাদেশকে জয়ের জন্য ২৩৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতা হওয়ায় শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। 

শেষ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে আগে বোলিংয়ের নেমে দুর্দান্ত শুরু পায় স্বাগতিকরা। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। 

এরপর সামারাবিক্রমাকে ১৪ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান। অধিনায়ক কুশাল মেন্ডেসকে থিতু হতে দেননি রিশাদ হোসেন। এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে আজ নিজের প্রথম উইকেটটি পেয়েছেন রিশাদ হোসেন। 

এক পর্যায়ে ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে সফরকারীরা। তবে তিকশানাকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন লিয়ানাগে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পায় লিয়ানাগে। তার অপরাজিত ইনিংস এর উপর ভর করে ২৩৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়