মাধুকর ডেস্ক ►
ভারত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লখনৌতে অজিরা ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও জস ইংলিসের জোড়া ফিফটিতে ৮৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ম্যাচ সেরা হন অ্যাডাম জাম্পা।
ভারতে বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ২৪ রানে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের উইকেট হারায় আস্ট্রেলিয়া। তবে দলের হাল ধরেন আরেক ওপেনার মিচেল মার্শ। ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন এই অলরাউন্ডার।
এরপর মারনাস লাবুশানেকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন জস ইংলিস। ব্যাক্তিগত ৪০ রানে লাবুশানে আউট হলেও ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন জস ইংলিস, আউট হন ৫৮ রানে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের ব্যাটে ভর করে ৮৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে অজি শিবিরে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে পাথুম নিসানকা ও কুশল পেরেরার জোড়া ফিফটিতে ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা নেন ৪ উইকেট।