নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনা ও গাইবান্ধা সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার রবিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-সচিব (ডিডিএলজি) মো. শরিফুল ইসলাম।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেজাউন নবী রাজু, ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবীর, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণি ক-গ্রুপ বালক ও বালিকাদের ৪টি করে মোট ৮টি এবং ৯ম -১০ম শ্রেণি খ-গ্রুপ বালক ও বালিকাদের ১২টি করে মোট ২৪টি ইভেন্ট সর্বমোট ৩২টি ইভেন্টে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন আব্দুল ওয়াদুদ শাহান, মো. নুরন্নবী সরকার, আওলাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, তামজিদুর রহমান তুহিন, আব্দুল কুদ্দুস সরকার, আবু সায়েম, তাসলিমা আক্তার মনি।