• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৮
  • ৮৭ বার দেখা হয়েছে

রাণীনগরে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা আদায়

রাণীনগরে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা আদায়

নওগঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার কুজাইল বাজারে মেসার্স শাকিলা চাউল কলে চাল সংরক্ষণের জন্য পাটজাত মোড়ক (বস্তা) ব্যবহার না করায় ১৫হাজার টাকা ও আবিদুল ইসলামের প্রতিষ্ঠানে পাটজাত মোড়ক (বস্তা) ব্যবহার না করায় ৭হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান। 
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুসারে ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

এসময় জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন। আগামীতেও পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করার উপর এই ধরণের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান। তাই দ্রুত সরকারের আইন অনুসারে বাধ্যতামূলক ভাবে পরিবেশবান্ধব সকল পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারের প্রতি তিনি উপজেলার সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিকদের সুদৃষ্টি কামনা করেন। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়