রাজাহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ►
কুড়িগ্রামের রাজারহাটে দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী/২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে "স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ "এই উপলক্ষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পনির উদ্দিন আহমেদ, এমপি-২৬ কুড়িগ্রাম-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহিল জামান প্রমুখ।