মাধুকর ডেস্ক►
ইংলিশ এফএ কমিউনিটি শিল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেই এবারের মৌসুম শুরু করলো ইংলিশ জায়ান্ট আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনাল টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।
খেলার শুরু থেকেই দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৭ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে, খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে লিওন্দ্র ত্রোসাদের গোলে আর্সেনাল ১-১ গোলের সমতায় ফিরলে খেলা গড়ায় টাইব্রেকারে।
আর শেই টাইব্রেকারের পেনাল্টি শুট আউটেই ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নেয় আর্সেনাল।
সিটির দুই অভিজ্ঞ তারকা ডি ব্র“ইনে এবং রদ্রি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। আর ৪ শটের প্রতিটিতেই গোল করে আর্সেনাল।