স্পোর্টস ডেস্ক ►
ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের বেতন বৈষম্য আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে মেয়েদের ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়। তবে এবার ‘ভালো পরিমাণে’ বাড়বে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার বিসিবিতে বৈঠকে বসেন পরিচালকরা। সেখানে মেয়েদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন সর্বোচ্চ বেতন ছিল ৬০ হাজার টাকা, সেটি এখন করা হয়েছে এক লাখ টাকা। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে ‘এ’ দলের চারদিনের ম্যাচের ফিও।
এ নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ম্যাচ ফি ও মাসিক যে বেতনটা এতদিন পেত, ওটা আমরা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, ভালো পরিমাণে বাড়ানো হয়েছে। ভালোর তো শেষ নেই। এখন যা পাচ্ছে, তার চেয়ে বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। মেয়েদের তালিকায় ২৫ জন আছে কেন্দ্রীয় চুক্তিতে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটার যারা আছে তাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। এছাড়াও ‘এ’ টিমের চার দিনের ম্যাচের ম্যাচ ফি কম ছিল। সেটা বাড়ানো হয়েছে। তবে মেয়েদেরটা আমার মনে হয় অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ’