সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্টর (অনুর্ধ্ব-১৭) ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা দহবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ বনাম তারাপুর ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে দহবন্দ ইউনিয়ন পরিষদ একাদশ ৪-৩ গোলে তারাপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। সোমবার বিকালে উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণ পূর্ব এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-নূর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা ও পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।