Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১১

পীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালন

পীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী রংপুরের পীরগঞ্জে পালন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শরিফ নেওয়াজ শরিফ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মকবুল সর্দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাশিস সভাপতি-আনোয়ারুল ইসলাম মান্নু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর-রশিদ হারুন,বড়দরগাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মামুন কাওছার ( রতন) প্রমুখ।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা লীগ নেতা হাফেজ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad