• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৯
  • ৮৪ বার দেখা হয়েছে

নীলফামারীতে ৪ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে প্রভাষক বাবা গ্রেফতার

নীলফামারীতে ৪ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে প্রভাষক বাবা গ্রেফতার

শাহজাহান আলী মনন, নীলফামারী ►

নীলফামারীতে ৪ মাসের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে জাকারিয়া শেখ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাকারিয়া শেখ সৈয়দপুর উপজেলার  সোনাখুলি কামিল মাদরাসার সাবেক শিক্ষক (রসায়ন প্রভাষক) এবং সদর

উপজেলার চড়াইখোলা পশ্চিম কুচিয়ার মোড় শেখপাড়া এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে। শনিবার (১৩ মে) ভোরে  নীলফামারী সদর উপজেলার দক্ষিণ হাড়োয়া এলাকার এ ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। নিজ সন্তানকে শ্বাসরোধের পর 'আমি হত্যা করিনি' বলে চিৎকার করলে মা আয়েশা সিদ্দিকা টের পেয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, আট বছর আগে জাকারিয়া ইসলামের সঙ্গে বিয়ে হয় তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা মমতার। চার মাস আগে ইয়াহিয়া শেখ আপন নামে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের কিছুদিন পর কাজী মারা যাওয়ায় সে সময় কাবিননামা তোলা হয়নি তাদের। গত কয়েকদিন ধরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কাবিননামার জন্য স্বামীকে চাপ দেন আয়েশা। তবে এ সন্তান তার নয় বলে অস্বীকার করেন জাকারিয়া। এ নিয়ে পারিবারিক কলহ ছিল তাদের।

শনিবার ভোরে চার মাসের ওই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন জাকারিয়া। হত্যার পর ভয়ে আমি হত্যা করিনি বলে চিৎকার করলে টের পান আয়েশা সিদ্দিকা। এতে তিনি তাকে ঘরে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে জাকারিয়াকে গ্রেফতার করে।

জাকারিয়ার স্ত্রী আশেয়া সিদ্দিকা মমতা বলেন, 'তার (জাকারিয়ার) আরও একটা সংসার আছে। কাজী মারা যাওয়ায় কাবিননামা চাই। কিন্তু সেই কাবিনের জন্য তিনি আমার বাচ্চাটাকে মেরে ফেলবেন।এটা আমি ভাবতেও পারিনি। কাবিন চাওয়াই যেন আমার কাল হলো। আমি এই হত্যার বিচার চাই।'

এ বিষয়ে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, দ্বিতীয় বিয়ের দীর্ঘদিন পর সন্তান হওয়ায় অস্বীকার ও স্বীকৃতি দেওয়া নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। গতরাতে চার মাসের শিশুকে হত্যা করেন জাকারিয়া। ঘটনার পরপরই আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়