• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৯
  • ৩৪ বার দেখা হয়েছে

নীলফামারীতে ২২৪ জন মিলারের কাছ থেকে কেনা হচ্ছে ধান-চাল 

নীলফামারীতে ২২৪ জন মিলারের কাছ থেকে কেনা হচ্ছে ধান-চাল 

নীলফামারী সংবাদদাতা ►

নীলফামারীর ২২৪ জন মিলারের (মিল মালিক) কাছ থেকে কেনা হচ্ছে ধান ও চাল।  জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, জেলার সাতটি খাদ্য গুদামে ৩০ টাকা কেজি দরে ৭০৪৬ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৩০ হাজার ৩৮৬ মেট্রিক টন চাল কেনা হচ্ছে চলতি মৌসুমে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। তিনি বলেন, সংগ্রহ কর্মসূচি সম্পন্ন করতে জেলার ২২৪ মিলার চুক্তিবদ্ধ হয়েছেন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বোরো ধান চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে। সদরের খাদ্য গুদামে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, জেলা মিল মালিক সমিতির সভাপতি শামসুল হক বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে। 

জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী সদর খাদ্য কর্মকর্তা তফিউজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ। উদ্বোধনী দিনে নুহা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সৈয়দ রাকিব হাসান মিশুকের কাছ থেকে ১০০ মেট্রিক চাল সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করা হয়। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়